গাজোল

আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে উঠল নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ!

 

আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গাজোলের তুলসিডাঙ্গা এলাকায়। যদিও চাল পরিবর্তন করে দেওয়া হবে বলে আশ্বাস দেন সিডিপিও।

    গ্রামবাসীদের অভিযোগ, গাজোলের তুলসিডাঙ্গা আই.সি.ডি.এস কেন্দ্র থেকে তাদের নিম্ন মানের খাদ্য সামগ্রী দেওয়া হয়। আইসিডিএস কেন্দ্রে হয় না কোন পড়াশোনা। যে১ চাল দেওয়া হয় তাতে মেশানো রয়েছে মাটি বালি পাথর। দেওয়া হচ্ছে কাঁচা ডিম। সপ্তাহে দুদিন বন্ধ থাকে এই আইসিডিএস কেন্দ্র। আইসিডিএস কেন্দ্র থেকে উন্নত মানের পুষ্টিকর খাবার দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় নিম্নমানের খাবার।

 

    যদিও এই পুরো অভিযোগ স্বীকার করেছেন সিডিপিও খোকন বৈদ্য। তিনি বলেন, অভিযোগ পেয়েছি, যে খারাপ চাল গেছে তা পরিবর্তন করে দেওয়া হবে। পাশাপাশি ওই কেন্দ্রে কোন সহায়িকা নেই। আগামী দিনে ঐ কেন্দ্রে সহায়িকা নিয়োগ করা হবে বলে তিনি জানান।